বিশিষ্ট মুফাস্সিরে কুরআন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম মাওলানা একিউএম ছিফাতুল্লাহ (রাহিমাহুল্লাহ)-এর স্ত্রী জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুমা জাহানারা বেগম আজ ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১০:১০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা দুপুর ২টায় ঢাকা মিরহাজিরবাগস্থ তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। জানাজায় আরও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতী আবু ইউসুফ খান, ভাইস প্রিন্সিপাল মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ী দঃ থানা আমীর সাদেক বিল্লাহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর থানা আমীর মুফাসসির জাকির হোসাইন শেখ, গেন্ডারিয়া থানা আমীর মাওলানা তোফাজ্জল হোসাইন, সিমখানা সেক্রেটারি মুফতি মহিউদ্দিন প্রমূখ। মরহুমাকে চাঁদপুর জেলার হাজীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।