বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল আজ সোমবার রাজধানীর ডেমরা এলাকায় সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যুবনেতা কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ডেমরা উত্তর থানার আমীর মুহাম্মদ আলী, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহিন আহমদ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামী দিনের নতুন প্রজন্মকে গড়তে হলে ইসলামী নৈতিকতার কোন বিকল্প নেই। ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে দির্ঘ ৯ মাস যুদ্ধ করে ঐ বছরের ১৬ ডিসেম্বর বিজয় লাভ করে। এই বিজয়ের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজ এই দেশটার বয়স হয়েছে ৫০ বছর অথচ এই দেশের শিশু কিশোর সহ সাধারণ মানুষের মৌলিক অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। যারা দেশ পরিচালনা করেছেন তারা মানুষের কল্যাণ ও প্রত্যাশা পুরন করতে পারেননি। তারা কেন পারেনি? কারণ এখানে দূর্ণীতি আছে, স্বজন প্রীতি আছে, লুটপাট আছে। আর এসব কারণেই আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য, সমাজের জন্য যেভাবে যোগ্য করে গড়ে তোলা দরকার ছিল তেমন কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। সুতরাং তোমাদেরকে আগামী দিনে জাতির নেতৃত্বের জন্য নৈতিক দিক থেকে, সততার দিক থেকে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
নূরুল ইসলাম বুলবুল অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মানসিকতা ও ভাল কাজে মানুষকে অনুপ্রাণিত করতেই আমাদের আজকের এই আয়োজন। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে তাতে আগামী দিনে দেশ ও জাতির পরিচালনায় নেতৃত্বের যোগ্য ব্যক্তি করে গড়া সম্ভব নয়। সন্তানদের সু-সন্তান হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে ইসলাম শিক্ষা দেয়া দরকার। আল্লাহ ও তার রাসূল, কুরআন, পিতা-মাতার কথা শোনা, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা সহ নৈতিক আচরণ শেখাতে হবে।
নুরুল ইসলাম বুলবুল সরকারের উদ্দেশ্যে বলেন, শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে লেখা পড়ার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। লেখাপড়ার জন্য প্রয়োজনিয় উপকরণ সমুহ রাষ্ট্রের পক্ষ থেকে বিনামুল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত ও টিফিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাতে করে আগামী দিনে এই শিশুরা দেশ পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে।