সম-সাময়িক বাংলাদেশে সাহিত্য আন্দোলনের অগ্রপথিক, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান লেখক, গবেষক ও সম্পাদক অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান এর বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান আজ দুপুর ১২ টায় রাজধানীর সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল ৯ এপ্রিল দুপুর ৩ টায় বনানী সামরিক কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে সেখানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।
মরহুম অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমানের গ্রামের বাড়ী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চর নরিনা গ্রামে। তিনি সিদ্ধেশ্বরী নৈশ কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দুবাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রকাশনা বিভাগের সম্পাদক এবং পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন এবং তিনি প্রথম বাংলা বিশ্বকোষ প্রকল্পের অন্যতম সম্পাদক ছিলেন। মরহুম অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।