বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম এর পিতা অধ্যক্ষ মাওলানা ইসহাক আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ অধ্যক্ষ মাওলানা ইসহাক আলীর ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম অধ্যক্ষ মাওলানা ইসহাক আলী আজ শুক্রবার বিকাল ৫-৩০ মিনিটে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দির্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম অধ্যক্ষ মাওলানা ইসহাক আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ছিলেন। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে নিলফামারী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন।
মরহুমের জানাজা আগামীকাল শনিবার দুপুর ২-০০ টায় মরহুমের গ্রামের বাড়ির কাকড়া ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।