রাজধানীর মগবাজারে বিস্ফোরণ, ভবন ধ্বস ও অগ্নিকান্ডে জান-মালের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ এবং হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টার এর পাশের একটি ভবনে বিস্ফোরণের পর ভবন ধ্বস ও অগ্নিকান্ডে ঘটনায় ৭ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহতের খবরে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। “বিস্ফোরণ ও অগ্নিকান্ডে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বিস্ফোরণ ও অগ্নিকান্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসাসহ পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সমুহের গাফলতি ও অব্যবস্থাপনার ফলে সারাদেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে। নেতৃবৃন্দ এ ধরনের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তি রোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে এর প্রকৃত কারণ উদ্ঘাটন ও তার প্রতিকার এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।