আজ উত্তরায় একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এতে অসংখ্য শিক্ষার্থী হতাহত হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন আহত সেসব অভিভাবক ও শিক্ষার্থীদের দেখতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।


আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দ দগ্ধ চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাঁদের সুচিকিৎসা নিশ্চিতে পরামর্শ করেন।