বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানা আমীর সগীর বিন সাঈদের বাবা সাইদুর রহমান আজ সকাল ৯ টায় নিজ বাসায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা বরিশালের গ্রামে বাড়ীতে আজ বাদ আসর অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিপুল জামায়াত-শিবির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
শোক বাণী
সাইদুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এক বিবৃতিতে মহানগরী দক্ষিণ আমীর সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।