বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (সাবেক) আবদুল্লাহিল আমান আযমীকে দেখতে মগবাজারস্থ বাসায় যান। শুক্রবার সন্ধ্যায় ৭টা ২৫ মিনিটে যান তার বাসায়। তিনি তার শারীরিক অবস্থার খোজ খবর নেন। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তার সুস্থতার জন্য দোয়া করেন। ৮টা ৯ মিনিট পর্যন্ত তিনি তার বাসায় অবস্থান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ।
সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘ দিন পর পরিবারের কাছে ফিরে এসেছেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে দেশের পরিস্থিতি পরিবর্তনের পর তিনি ফিরে আসেন। তিনি মানসিক ও শারিরীকভাবে খুবই বিপর্যস্ত। স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতি নেই। তিনি সবাইকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি সালাম পৌছে দিলাম। সুস্থ হয়ে উঠলে সকলের সাথে কথা বলতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি আবদুল্লাহিল আমান আযমীর দ্রুত সুস্থতার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
২০১৬ সালের ২৩ আগস্ট মগবাজারস্থ বাসা থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে তাকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি গুম অবস্থায় ছিলেন।
শাহবাগ কাটাবন এলাকায় :
চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ আগস্ট শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ কাটাবন এলাকায় ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনকারী ছাত্র-জনতাকে খাবার, পানীয় ও উপহার সামগ্রী প্রদান করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ উত্তরের আমীর অ্যাডভোকেট মাহফুজুল হক, সেক্রেটারি সায়েম ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লালবাগ পশ্চিম :
লালবাগ পশ্চিম থানার পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রনে নিয়োজিত শিক্ষার্থিদের মাঝে আজিমপুর বাস স্টান্ডে বিকালের নাস্তা, ডিনার ও খাবার পানি বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন এই কার্যক্রম পরিচালনা করেন। লালবাগ বংশাল জোনের সহকারি পরিচালক অধ্যক্ষ আহসান উল্লাহ লালবাগ পূর্ব থানা আমির ড. শামীমুল বারি, বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম, লালবাগ পশ্চিম থানা আমির মুহাম্মদ আব্দুল ওয়াহাব, বিশিষ্ট লেখক নাসিমুল বারি সহ বিপুল সংখ্যক নেতা কর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এছাড়াও ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনকারী ছাত্র-জনতাকে খাবার, পানীয় ও উপহার সামগ্রী প্রদানের অংশ হিসেবে রাজধানীর সূত্রাপুর উত্তর, সূত্রাপুর দক্ষিণ, গেন্ডারিয়া উত্তর, ওয়ারী পূর্ব পশ্চিম, পল্টন, ধানমন্ডি, মতিঝিল, সবুজবাগ, শাহবাগ, বংশাল, রমনা, কোতোয়ালি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, যাত্রাবাড়ী, কদমতলী সহ অন্ত্যত নগরীর ৫০টি স্পটে এই কর্মসূচি পালন করা হয়েছে।