বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত করতে তাদের নিজ জেলা ফরিদপুরে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। কবর জিয়ারত কালে তার সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য ফরিদুল হুদা, ফরিদপুর পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল কবর জিয়ারত করে বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এদেশের একজন সফল দায়িত্ববান ব্যক্তিত্ব। তিনি সাবলীল ভঙ্গীতে দায়িত্বের সকল স্তরে ভূমিকা পালন করেছেন। একটি আন্দোলন, একটি সংগঠন, একটি ইতিহাস, একটি আপোসহীন সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিজেই। এই ভূখন্ডের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, জাতির উত্থান-পতন, প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একটি অকুতোভয় নাম। তিনি আধিপত্যবাদ বিরোধী চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশের জমিনে নাস্তিক্যতাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের রক্তচক্ষু মোকাবিলা করে তৃণমূল থেকে গড়ে উঠে আসা একজন সংগ্রামী প্রাণপুরুষ। আওয়ামী লীগ তথা হাসিনা সরকার শুধুমাত্র আদর্শিক কারণেই ইসলামী আন্দোলনের এই জনপ্রিয় নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। কিন্তু শহীদদের দুনিয়া থেকে সরানো যায় না। তাঁরা জীবিত। তাদের মরণ নেই। এদেশের মানুষকে যুগ যুগ ধরে প্রেরণা দেবার জন্যই তারা আলোচনায় থাকবেন ইনশাআল্লাহ।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, মানুষকে মানুষ হয়ে উঠতে অনেক সময় লেগে যায়। প্রকৃত আদর্শবান মানুষের পরিচয় এই ঘূর্ণায়মান মানব সভ্যতার ইতিহাসে বেশ বিরল। এই প্রকৃত আদর্শবান মানুষেরা তাদের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত নানা কর্মকান্ডের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেন, হয়ে যান মানব সভ্যতার ইতিহাসের অমোচনীয় অংশ। শহীদ আব্দুল কাদের মোল্লা প্রকৃতপক্ষে মানব সত্ত্বাবান অসংখ্য মানবিক গুণাবলির সমন্বয়ে গঠিত এই রকম একজন রক্ত-মাংসের মানুষ ছিলেন। শহীদ আব্দুল কাদের মোল্লা, একটি নাম, একটি বিস্ময়কর প্রতিভা, একটি ইতিহাস, একজন কিংবদন্তী। কে জানতো সময়ের ব্যবধানে এ দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন আব্দুল কাদের মোল্লা। কে জানতো এই আব্দুল কাদের মোল্লা হবেন বিপন্ন মানবতার মুক্তির কান্ডারী, কে জানতো নিজ মাতৃভূমির শাসক কর্তৃক নির্মম রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়ে তিনি হবেন ইতিহাসের প্রথম এক জ্বলন্ত আগ্নেয়গিরি। কে জানতো তাঁর আদর্শ থেকে উদগিরিত লাভা ধ্বংস করে দেবে মিথ্যাবাদীদের ক্ষমতার রাজপ্রাসাদ! এসব শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন আজীবন।
শহীদ আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত করতে তার নিজ জেলা ফরিদপুরে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।