বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের সাথে সাক্ষাত করেন, তাদের সুস্থতা কামনায় দোয়া করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এসময় তিনি বলেন, রোগ-ব্যাধি সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অতএব এ সময় ধৈর্য্যহারা হলে চলবে না। আল্লাহর সাহায্য চাইতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, জটিল ও দূরারোগ্য ব্যাধির ক্ষেত্রে পরিবারের সদস্যদের যেমন দৃঢ় মনোবল নিয়ে চিকিৎসার উদ্যোগ নিতে হবে পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও সহযোগিতার মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
গতকাল ২২ জুলাই, শুক্রবার জেলার মহারাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাউছার আলীর চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান জননেতা নূরুল ইসলাম বুলবুল। উল্লেখ্য তার দুটো কিডনী-ই নষ্ট এবং প্রতি সপ্তাহে তার ডায়লাসিস করতে হয়। তিনি তার রোগমুক্তির জন্য দোয়া এবং আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌরসভার আমীর আবুল হাসান, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, শিবিরের চাপাইনবাবগঞ্জ শহর শাখার বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, হতাশ হবার কোন কারণ নেই, মনোবল শক্ত রাখতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা জামায়াতে ইসলামী আপনার পাশে আছি, ইনশাআল্লাহ্ পাশে থাকবো। তিনি বলেন, বর্তমান সময়ে অল্প বয়সেই কিডনি নষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়। এর কারণ হিসেবে তিনি খাদ্যে ভেজাল, আর্সেনিকযুক্ত পানি, রাসায়নিক সারের ব্যাপক ব্যবহারকে দায়ী করেন। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে অসহায় এবং দুস্থ লোকেদের পাশে আমাদের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আজ আপনাদের পাশে এসেছি, আমরা জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে।
এছাড়াও জননেতা নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এর নমেশংকরবাটী উজ্জলপাড়ার এক বাসিন্দা দূরারোগ্যে ব্যাধি ক্যান্সারে আক্রান্ত গোলাম রসুলের ছেলে মো. আনারুল ইসলামকে দেখতে ও তার সার্বিক খোঁজখবর নিতে তার শয্যাপাশে ছুটে যান এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর আবুল হাসান এবং সেক্রেটারি মোক্তার হোসেন।
অপরদিকে জননেতা বুলবুল লিভারজনিত রোগে আক্রান্ত মহারাজপুর ইউনিয়নের বড় মন্ডলটোলা গ্রামের মোসা. নূরমহল বেগমের খোঁজখবর নেন এবং তাকেও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।