বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ রাজধানী ঢাকাবাসীর প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও সিয়াম পালনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আহবান জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
যৌথ বিবৃতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র এ রমজানই কুরআন নাজিলের মাস। কুরআন মানবজাতির প্রতি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামাত। মানবতার মুক্তির সনদ এই কুরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই আমাদের দুনিয়ায় শান্তি ও পরকালিন মুক্তি সম্ভব। ফলে পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনের জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্প গ্রহণ করার মাধ্যমেই সত্যিকার অর্থে পবিত্র রমজান মাসের হক আদায় করা সম্ভব হবে। কুরআন থেকে হেদায়াত লাভের জন্য যে মন-মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র গঠনের উদ্দেশ্যেই আল্লাহ তা’য়ালা মাহে রমাজানের সিয়াম পালনকে আমাদের জন্য ফরজ করেছেন। পূর্ণ মর্যাদা ও তাকওয়ার সাথে হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে করোনা ভাইরাসের অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ একেবারে অসহায় হয়ে পড়েছে। এবারের কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের প্রাদূর্ভাবে অসংখ্য মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন। অন্যদিকে দীর্ঘসময় পেয়েও সরকারের অদূরদর্শিতা, সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার অভাবে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের উপার্জন বন্ধ হয়ে পথে বসার উপক্রম হয়েছে। মরার উপর খরার ঘা হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিরোধী দল ও মতের প্রতি সরকার দমন নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দ ঈদের পূর্বেই পবিত্র রমাজানে কারাবন্দী বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন মাওঃ দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম সহ সকল জামায়াত নেতৃবৃন্দ ও বিরোধী দলের নিরপরাধ নেতা-কর্মীকে মুক্তি দেওয়ার উদাত্ত আহবান জানান।
এছাড়াও নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের কাছে নিম্নোক্ত আহ্বান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন। কুরআন পড়–ন-কুরআন বুঝুন এবং আল-কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। সুদ, ঘুষ, মদ, জয়া ও দুর্নীতি থেকে বিরত থাকুন। ফেইসবুক. ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন এবং সিনেমা হলে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করুন। নির্ধারিত খাতে যাকাত পরিশোধ করে নিজের সম্পদকে পবিত্র রাখুন। করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করুন।
নেতৃবৃন্দ কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য পবিত্র রমজানের এই সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া ও নফল ইবাদাত করার জন্য আহবান জানান।