বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার মজলিশে শুরা সদস্য আবুল হাসনাত মুহাম্মদ মুর্তজার পিতা আবু নোমান মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও থানা আমীর আব্দুল্লাহ আলামীন।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ আবুল হাসনাত মুহাম্মদ মুর্তজার পিতা মাওলানা আবু নোমান মোঃ আব্দুল হাই এর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুম মাওলানা আবু নোমান মোঃ আব্দুল হাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবাস্থায় শুক্রবার দিবাগত রাত ২টায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দির্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালের মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ নোয়াখালীর চাটখিল উপজেলার নিজ গ্রামে শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুম মাওলানা আবু নোমান মোঃ আব্দুল হাই পেশাগত জীবনে শিক্ষকতা করতেন। তিনি চাটখিল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।