বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর থানা সেক্রেটারি ইঞ্জিয়ার জসিম উদ্দীনের বাবা আব্দুল বারেক আজ সকাল ৬টায় কুমিল্লার দেবিদ্দারের ওপালনগর গ্রামের নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৫ ছেলে ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারিরীক জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ জোহর নিজ গ্রামে জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শোক বাণী
আব্দুল বারেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এক শোকবাণীতে মহানগরী দক্ষিণ আমীর আব্দুল বারেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।