পল্টন ব্যবসায়ী কল্যাণ সোসাইটির উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা’ শনিবার (০৭ ডিসেম্বর) রাতে হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, আই.বি.ডব্লিউ.এফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আমিনুর রহমান ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান। হজ্জ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশ’র (হাব) প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আইয়ুব আলী ফরাজী, মেজবাহ উদ্দিন সাঈদ ও মাওলানা কুতুবউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল, হজ্জ এসোসিয়েশন বাংলাদেশ’র (হাব) আসন্ন নির্বাচনে সংগঠনের মনোনীত প্যানেলকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হজ্জ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হাব। হাবের মাধ্যমে আল্লাহর ঘরের মেহমানরা যথাযথ সেবা পেয়ে থাকে। হাজীদের স্বস্তির সাথে হজ্জ পালনে বাংলাদেশ থেকে সার্বিক ব্যবস্থা হাব করে থাকে। তাই হাবের নেতৃত্ব নিজের আখের গোছানোর জন্য নয়, হাবের নেতৃত্ব হতে হবে মানুষের কল্যাণে। অতিতে যারা হাবের নেতৃত্বে ছিল তারা সম্পদ অর্জনের প্রতিযোগীতায় লিপ্ত ছিল। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্যানেলকে বিজয়ী করে হাজীদের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য দুটি। এক আল্লাহর সন্তুষ্টি অর্জন, আরেকটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আমাকেই বিজয়ী হতে হবে, আমাকেই সফল হতে হবে এটা ইসলাম সমর্থন করে না বিধায় জামায়াতে ইসলামীও সমর্থন করে না। ৫ আগস্টে বাংলাদেশে পরিবর্তনের পর থেকে দেশের প্রত্যেকটি মানুষ চায় একটি সুন্দর সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব। আর এমন সৎ ও যোগ্য নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামীতে। তাই সকল ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃত্বে ও প্রতিনিধিত্বে আমাদেরকে এগিয়ে আসতে হবে।