বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক কাঙ্খিত শিক্ষানীতি ও আমাদের করণীয় নির্ধারণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী (দক্ষিণ) সভাপতি প্রফেসর নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনির হোসেন হেলালী, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আলী আকবর গাজী, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি সিকদার আবদুল কুদ্দুছ, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আবদুল করিম শাহীন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মাকসুদুর রহমান, বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি আবদুস সবুর মাতব্বর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, ইসলামিক এডুকেশন সোসাইটির সেক্রেটারী ড. ইকবাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সারোয়ার হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম রফিকুল ইসলাম মাদানী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী এ.বি.এম ফজলুল করিম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর কুরবান আলী প্রমুখ।